২০২১-২০২২ শিক্ষাবর্ষের মাস্টার্স(নিয়মিত) ভর্তির মেধা তালিকা প্রকাশ ১০/১২/২০২৩ খ্রি.

২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স(নিয়মিত) ভর্তির মেধা তালিকা প্রকাশ, ১০/১২/২০২৩ খ্রি.

২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স(নিয়মিত) ভর্তির মেধা তালিকা প্রকাশ, ১০/১২/২০২৩ খ্রি.

২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স(নিয়মিত) ভর্তির মেধা তালিকা প্রকাশের নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যলয়। আজ ১০/১২/২০২৩ খ্রি. এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। কি কি আছে এই বিজ্ঞপ্তিতে দেখে নিন  এক নজরে।


মাস্টার্স শেষ পর্বের মেধা তালিকা প্রকাশের সময় ও তারিখঃ

মাস্টার্স শেষ পর্বের ১ম মেধা তালিকা ১২ ডিসেম্বর বিকাল ৪টায় প্রকাশিত হবে হবে।

 

ফলাফল দেখব কিভাবে?

ফলাফল জানা যাবে মেসেজ পাঠিয়ে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে।

 

মাস্টার্স ভর্তির তারিখ কবে? 


মাস্টার্স শেষ পর্বের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে আগামী ১২/১২/২০২৩ থেকে ১৯/১২/২০২৩ তারিখের মধ্যে। বিভিন্ন কলেজ বিভিন্ন তারিখে উক্ত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হয়। তাই আপনারা কলেজের ভর্তি কবে দ্রুত খোঁজ নিন।

 

ভর্তি হতে কি কি কাগজ লাগবে?

১। অনলাইনে পূরণকৃত ফরম যা আপনি ফলাফল দেখার সময় পূরণ করে ডাউনলোড করতে পারবেন অথবা পরেও করতে পারবেন।

২। ছবি ৪-৬ কপি (পি.পি সাইজ)

৩। অনার্সে রেজিষ্ট্রেশন কার্ডের কপি

৪। সিজিপিএ রেজাল্ট অনলাইন রেজাল্ট শীট।

৫। SSC,HSC নম্বরপত্র কপি।

 

উপরে উল্লেখিত কাগজপত্রের পাশাপাশি কলেজ ভেদে অন্য কাগজ লাগলেও লাগতে পারে, টাকার পরিমান সহ অন্য সব কিছু আপনি চান্স প্রাপ্ত কলেজের ওয়েবসাইট / নোটিশে দেখতে পারবেন।

 

১ম তালিকায় নাম না আসলে কি করব?


যাদের ১ম মেধা তালিকায় নাম আসবেনা তারা হতাশ হবেনা। যারা সুযোগ পাবে না তারা ১ম রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করুন। ১ম মেধা তালিকা প্রকাশের পর যদি কলেজে আসন খালি থাকে তাহলে ১ম রিলিজ স্লিপ দিবে, না হলে কার্যক্রম শেষ হয়ে যাবে।


আমার চান্স প্রাপ্ত কলেজে ভর্তি কবে?

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে আপনি অনলাইন থেকে কলেজের হেড ক্লাক এর নাম্বার সংগ্রহ করে কলদিয়ে নিশ্চিত হতে পারেন। মনে রাখবেন অনেকে তারিখ শেষ হলে কলেজে যোগাযোগ করে কিন্তু কলেজ তাদের ভর্তি নিতে পারেনা।  


২০২১-২০২২ শিক্ষাবর্ষের মাস্টার্স(নিয়মিত) ভর্তির মেধা তালিকা প্রকাশ ১০/১২/২০২৩ খ্রি.


 

প্রাইভেট মাস্টার্স আবেদন কবে?

এই বছর প্রাইভেট মাস্টার্সের আবেদন শুরু হবে রেগুলার মাস্টার্স এর কার্যক্রম শেষ হলে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা রুটিন ও রেজাল্ট সংক্রান্ত তথ্য পেতে আমদের ফেসবুক পেজকে লাইক ও ফলো দিয়ে পাশে থাখুন প্লিজ।

Post a Comment

Previous Post Next Post